শনি. মে ৪, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ ছুরিকাঘাতকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ
বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মোঃ রফিক খান(৪০) নামের এক অটো চালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার (১১ জুন) বিকেল ৩ টায় চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত স¤্রাট শেখ (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুরিকাঘাতকারী স¤্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে।
নিহত মোঃ রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সে পেশায় একজন অটো চালক। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ(২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভির(২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ(২৪) এবং কচুয়া উপজেলার ধোপাখালি, আমিনুর রহমান (২৫)। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতক্ষদর্শী নাজমুল মোল্লা বলেন, হঠাৎ করেই দেখি স¤্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছে তাকে ছুরি মারছে। সাথে আজে বাজে কথা বলছে। ভয়ে কেউ স¤্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে স¤্রাটকে গ্রেপ্তার করে। এর মধ্যেই স¤্রাটের ছুরিকাঘাতে ৫জন আহত হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী স¤্রাট শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে সে ছুরিকাঘাত করেছে, তা জানার চেষ্টা চলছে। এর সাথে অন্য কোন বিষয় রয়েছে কি না, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।al

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *