রবি. এপ্রি ২৮, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট ,

ঘূর্ণিঝড় জলোচ্ছাসে লোকালয়ে চলে আসা ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার .
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জলোচ্ছাসে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ির মুরগীর খোপ থেকে অজগর সাপটি উদ্ধার করে বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় ।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ির মুরগীর খোপ ঢুকে অজগর সাপটি ৩টি মুরগী খেযে পেলে । এসময়ে গৃহকর্তা বিষয়টি দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয় । সুন্দরবনের জিইধরা ষ্টেশনের কর্মকর্তাও বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করে । প্রায় ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের এই অজগর সাপটিকে বিকালে সুন্দরবনের
চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় । ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জলোচ্ছাসে সুন্দরবন থেকে এই অজগর সাপটি লোকালয়ে চলে যায় বলে জানান এই বন কর্মকর্তা ।

rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *