বৃহঃ. মে ২, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট,

বাগেরহাট শহর আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৯-৯০ ব্যাচের সহপাঠীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে বন্ধুদের আড্ডা, সকলের সুস্বাস্থ্য কামনা, মৃত সহপাঠিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে: গতকাল  বিকালে  বাগেরহাট মুক্তিযোদ্ধা কবরস্থানে বৃক্ষরোপণ করা হয়। মানবিক সহায়তার অংশ হিসাবে একটি পরিবারের পাশে দাঁড়াবার অংশ হিসাবে স্থানীয় বুলু হাওলাদার নামে একজন অসচ্ছল দিনমজুরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি, সবজী ব্যবসা শুরুর জন্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা বাবদ নগদ টাকা , সবজী পরিমাপের জন্য মেশিন প্রদান করা হয়। এছাড়াও অসহায় পরিবারটির জন্য ঈদ শুভেচ্ছা উপহার হিসাবে নগদ টাকা, সেমাই,চিনি,দুধসহ ঈদ পালনে প্রয়োজনীয় সামগ্রী ঈদের তিন দিন আগেই সরবরাহ করা হয়েছে বলে জানা যায়। বুলু হাওলাদারের মেয়েটি শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সহপাঠীরা তাদের বক্তব্যে মানুষকে সহায়তা করতে চাইলে এমন ভাবেই করা উচিৎ যাতে গ্রহনকারী প্রাপ্ত সহায়তার সাথে নিজের শ্রম আর মেধা খাটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন। জাতি যেন ভিক্ষাবৃত্তির অভিশাপ মুক্ত হতে পারে। অনুষ্ঠানে মানবিক কাজে আর্থিক সহায়তাদানকারী বন্ধু এবং সুহৃদদের বিশেষ করে প্রবাসী বখতিয়ার রহমান,অলিউর রহমান লিপু, মনির হোসেন মিথুনসহ স্থানীয় ও ঢাকায় অবস্থানরত বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতি ঈদে এই ধরনের মানবিক কাজকে এগিয়ে নিতে সকলের সহায়তা কামনা করা হয়। kl

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *