সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

পবিত্র ইদুল -আজহা উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস ,বাগেরহাটের ব্যাপক প্রচার

জেলা তথ্য অফিস বাগেরহাটের এর ব্যবস্থাপনায় , ঈদের জামাতের সময়সূচি ,জাতীয় সম্পদ চামড়া যথাযথ উপায়ে সংরক্ষণ, পশু কুরবানি ও কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ সংক্রান্ত প্রচার,লিফলেট বিতরণ ও এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিশ্বজিৎ শিকদার, উপপরিচালক, জেলা তথ্য অফিস,বাগেরহাট তিনি বুধবার বিকালে বলেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তর থেকে পশু কুরবানি ও কুরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত ৫০০ কপি প্রচার লিফলেট পাওয়া গেছে ।এগুলো জেলা তথ্য অফিস,বাগেরহাটের ব্যবস্থাপনায় বিভিন্ন কুরবানির পশুর হাট ও জনবহুল স্থানে বিতরণ করা হয় । তিনি বলেন, পশু কুরবানি-পরবর্তী পরিচ্ছন্নতা বজায় রাখতে বাগেরহাটবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে তারা যেন পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেষ্ট হন। রাস্তার উপর বা যত্রতত্র কুরবানি দেওয়া অনুচিত। এতে পরিবেশ দূষিত হয়, দুর্গন্ধ ছড়ায়। ঈদের পবিত্রতা সব ক্ষেত্রেই বজায় রাখা প্রয়োজন। এছাড়া তিনি আরো বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। তাই, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেবে, এটাই প্রত্যাশা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *