সোম. মে ৬, ২০২৪

 

 

বাগেরহাট প্রতিনিধি :
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরাপড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে মোংলা মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করেন জেলে কুতুবআলী নামের এক জেলে। মোংলার রাইজিং ফিস আড়তের মালিক দ্বীন ইসলাম মাছটি কিনেছেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। এর আগে রোববার (৩০ জানুয়ারি) রাতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে।
কুতুব আলী বলেন, ‘সাগরে মাছ ধরতে গেলে মাঝে মধ্যে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম। বাজারে এই মাছের অনেক চাহিদা। তবে পাইকাররা আমাদের দাম দেয় খুব কম। ’
মাছ ক্রেতা দ্বীন ইসলাম বলেন, দশ মণ ওজনের মাছটি আমি ৬৫ হাজার টাকায় কিনেছি। খুচরা বাজারে কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করার আশা রয়েছে’।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।’#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *