বৃহঃ. মে ৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট

সাংবাদিক রুবেলকে হত্যাচেষ্টার প্রতিবাদ, হামলাকারীদের শাস্তির দাবি সময় টিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক প্রমুখ।এসময় উপস্থিত চিলেন বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজমল হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, এনটিভির বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম, , দৈনিক জন্ম ভূমির মোল্লা আব্দুর রব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক. বাগেরহাট ২৪.কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল,
বাংলানিউজ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, আজকালের খবরের আল আমিন খান সুমনসহ বাগেরহাটের কর্মরত
গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা। সেখানে কর্মরত সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সুজাউদ্দিন রুবেলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।শুধু সুজাউদ্দিন রুবেল নয়, সারাদেশে যত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন সকল ঘটনার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *