শনি. মে ৪, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও সুরক্ষায় স্থানীয় সরকারের কমিটি ও প্রসাশনিক ব্যবস্থার প্রয়োগ ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিল বাংলাদেশের আয়োজনে ও টেরে ডেস হোমস নেদারল্যান্ডস সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন ইনসিডিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (ঢাকা) মো: রফিকুল ইসলাম খান (আলম) ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান। লিখিত বক্তব্যে বলেন ২০২১ সালের আদম শুমারি অনুযায়ী দেশের জনোগোষ্টির শতকরা ৪৫জন শিশু যাদের বয়স ১৮বছরের নিচে এই হিসাব অনুয়ায়ী দেশের শিশুর সংখ্যা আনুমানিক ৬কোটি ৩০লক্ষ। এর মধ্যে শতকরা ২৭ ভাগ শহরে ও৭৩ ভাগ গ্রামে বাস করে। প্রতিদিন অংশখ্য শিশু পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে ও সমাজের বিভিন্ন স্থানে দৈহিক ও মানসিক সহিংসতায় , বিবাহ, পাচারের শিকার হচ্ছে। বাংলাদেশে ২০১১সালের প্রনিত শিশু নিতিমালায় শিশুদের মৌলীক মানবাধিকারের বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়েছে। সরকারি নিতি ও আইন থাকা সত্বেও বাংলাদেশে শিশু বিবাহ, শিশু শ্রম, যৌননির্যাতন, শিশু পাচার একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ সংবাদ সম্মেলনে তারা এর প্রতিকার চেয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্শন করেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,সুশিল সাজের প্রতিনিধি মূখার্জী রবিন্দ্রনাথ,এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, শিক্ষিকা তহমিনা বেগম মিনু, উদয়ন বাংলাদেশের প্রোগাম সমন্বয়কারী রুমকী আক্তার,ফাতেমা আক্তার মুক্তি,মোশারফ হোসেনও বিল্লাল হোসেন প্রমুখ। rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *