বৃহঃ. মে ৯, ২০২৪

মাদক, সন্ত্রাস রুখতে কমিউনিটি পুলিশিংকে আরো বেগবান করার আহবান

বাগেরহাট প্রতিনিধিঃ
মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার . বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন. বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খাতুনসহ আরও অনেকে। আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাগেরহাটে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখা মোংলা থানার এসআই জাহাঙ্গীর আলম ও মোল্লাহাট কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহিদ মেহফুজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবংসুশীল সমাজের প্রতিনিধিরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এর সুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে কমিউনিটি পুলিশিংকে আরো বেগবান করার জন্য সকলকে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, ছোট ছোট অপরাধই এক সময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ্য হয়ে যায়। দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধণ হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *