বৃহঃ. মে ৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সমাজ তান্ত্রিক দল (জেএসডি)‘র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে জেএসডির বাগেরহাট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মিজানুর রহমান, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক একেএম মুজিবুর রহমান, বাগেরহাট পৌরসভা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ কাইয়ুম মোল্লা প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় জেএসডির জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, জেএসডি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। দলটি জন্মলগ্ন থেকেই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিষ্টা বার্ষিকীতে জেএসডির ১০ দফা ও সিরাজুল আলম খান এর ১৪ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *