রবি. মে ১৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত মাছ শিকার করে ফেরার পথে নৌকা,জাল ও মাছসহ জেলে আটক

সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেও সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকার করে ফেরার পথে রাসেল তালুকদার (৩০) নামে এক জেলেকে নৌকা,জাল ও শিকার করা মাছসহ আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরন করেছে বন বিভাগ। সুন্দরবনের ভোলা নদী থেকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে কমিউনিটি প্যাট্রলিং (সিপিজি) দলের সদস্যরা তাকে আটক করে স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করে। আটক জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন মধ্য সোনাতলা গ্রামের রশিদ তালুকদারে ছেলে। তার কাছ থেকে বিষ দিয়ে ধরা ৮ কেজি চিংড়ি মাছ, এক বোতল রিফকর্ড কীটনাশক, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। ভোলা টহল ফাঁড়ি সিপিজি দলনেতা মো. খলিলুর রহমান জমাদ্দার বলেন , শনিবার সন্ধ্যার কিছু আগে সুন্দরবনের মধ্য থেকে কয়েকজন লোকসহ একটি ডিঙ্গি নৌকা ভোলা নদী পার হতে দেখেন তারা। এক পর্যায় সিপিজির চার সদস্য মিলে নৌকাটি তাড়া করে ধরে ফেলেন। এ সময় নৌকায় তিন জন জেলে ছিলেন। এর মধ্যে রাসেলকে তারা ধরতে সক্ষম হলেও অপর দুজন নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যান। অভিযোগ রয়েছে বনবিভাগের অসাধু কর্মকর্তা ও বনরক্ষীদের অনৈতিকভাবে ম্যানেজ করে জেলেরা সুন্দরবনে গিয়ে কীটনাশক দিয়ে মাছ শিকার করছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, গোপনে অসাধু জেলেরা ভোলা টহল ফাঁড়ির আওতাধীন রায় বাঘিনী খালে বিষ দিয়ে মাছ ধরে ফিরছিলো। এ সময় সিপিজি সদস্যরা একজনকে আটক করেন। পালিয়ে যাওয়া অন্য দুজনকে আটকরে চেষ্টা চলছে। আটক রাসেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার সকালে বাগেরহাটআদালতে পাঠানো হয়েছে। ,

az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *