সোম. মে ৬, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত.
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকালে বাগেরহাট জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাধীনতা উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদসহ সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধি। পরে জেলা প্রশাসেকর বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর সাত দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *