সোম. মে ৬, ২০২৪

বাগেরহাটপ্রতিনিধি:

বাগেরহাটে ৫৪০ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ.
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি  নির্দেশনা মোতাবেক বাগেরহাট জেলার ০৯টি উপজেলার প্রতিউপজেলায় ৬০ জন করে মোট৫৪০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।যার মধ্যে রয়েছে (চাল-৩ কেজি, ডাল-৫০০ গ্রাম, আলু-১ কেজি, পেঁয়াজ-৫০০ গ্রাম ও সাবান-১ টি)
আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর পরিচালক(খুলনা রেঞ্জ)মোল্লাআমজাদ হোসেন, খুলনা সর্বাতœকসহযোগিতায়এ ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলাকমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট (চলতি দায়িত্ব) আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনী মোঃমাজহারুলইসলামভূঁইয়া। জেলাকমান্ড্যান্টতার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীরশ্রদ্ধেয় মহাপরিচালকমহোদয়সর্বদামানবকল্যাণেনিবেদিতপ্রাণএকজন দেশ প্রেমিক ও দক্ষ সংগঠক। মহাপরিচালক সুনির্দিষ্ঠ নির্দেশনারআলোকে দেশের প্রতি টি উপজেলায় ৬০ জন দুস্থআনসার ও ভিডিপি সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *