সোম. মে ২০, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে অবহিত ও সহযোগিতা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে আবেদন জমা দিয়েছে। বুধবার দুপুরে জামায়াত ইসলামির আইনজীবীদের এক টিম বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ আবেদনপত্র জমা দেন।
বাগেরহাট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামদের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৩০ জুলাই সকালে মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এই কর্মসূচি পালনের অবহিত ও সহযোগিতা চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জামাতের আইনজীবীদের প্রতিনিধি দল একটি আবেদনপত্র জমা দিয়েছে।
তিনি আরো বলেন,আমরা চার সদস্যের একটি প্রতিনিধি দল আবেদনপত্র জমা দিতে পুলিশ সুপার এর কার্যালয়ে যায়। এসময় পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের বক্তব্য শুনেছেন। আবেদন গ্রহন করলে ও তারা আমাদের আবেদন পত্রটি রিসিভ করেনি।im

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *