শনি. এপ্রি ২৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ্যাসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এ্ডাব) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
এ্ডাব বাগেরহাটের সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ,  বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,সেমিনারে  বিভিন্ন বেসরকারি সংগঠনের নির্বাহী গন উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসনে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নাগরিকদের জন্য বরাদ্দ ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে। জনগনকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে দেশে দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে দাবি করেন বক্তারা। ‍al

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *