মঙ্গল. মে ৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।
মহান বিজয়ের মাস উপলক্ষ্যে বাগেরহাটের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনে ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প কর্মসুচী করা হয়েছে। বুধবার দিন ব্যাপী বাগেরহাট সদরের সামছুদ্দীন-নাহার ট্রাষ্টটের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বিনামুল্যে দাঁতের পরিক্ষা ও দাত সুরক্ষায় পরামর্শ প্রদান করা হয়। বাগেরহাট জেলা শহরের মঈন ডেন্টাল ক্লিনিকের উদ্যোগে শিক্ষার্থীদের দাঁতের চেকআপ ও দাঁত সুরক্ষায় করনীয় পরামর্শ প্রদান করেন ডেন্টাল সার্জন ডাঃ মঈন ইবনে কাওছার ও ডাঃ নুসরাত আরিফা রহমান। এই বিদ্যানিকেতনের প্রায় ৪ শত কোমলমতি শিক্ষার্থীদের দাত চেক-আপের পাশাপাশি প্রতিজন কে টুথ পেষ্ট, ব্রাশ ও নোট প্যাড প্রদান করা হয়। এসময় বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক দীপংকর পাল ও ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী সুব্রত কুমার মুখার্জীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প কর্মসুচীর অন্যতম চিকিৎসক ডাঃ মঈন ইবনে কাওছার বলেন, দাঁত অমুল্য সম্পদ। আর এ দাতঁ সুরক্ষায় আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। শিশুকাল থেকেই দাতের যতœ নিতে হয়। নিয়মিত দাতের চেকআপ করতে হয়। চিৎিসকের পরামর্শ নিতে হয়। একজন মানুষের সার্বিক ভাবে সুস্থ থাকতে হলে দাঁতের যতœ করতে হবে। দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *