সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে তথ্যঅধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ আগষ্ঠ)সকালে বাগেরহাট আঞ্চলিক হাসপ্রজনন খামারএ রহল রুমে, দি এশিয়াফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও বাধঁনমানব উন্নয়নসংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন বাঁধনমানব উন্নয়নসংস্থার নির্বাহীপরিচালক এএসএমমঞ্জুরুলহাসান মিলন। এ সময় অন্যন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন বাঁধনের প্রকল্পসমন্বয়কারী সোহাগহাওলাদার, উপজেলাসমন্বয়কারী মো: রবিউলইসলাম, মনিটরিংঅফিসার শেখর চন্দ্র ব্যানার্জী, প্রকল্পসহায়ক মো: শহিদুলইসলাম,উম্মে জোবায়দা, ফারজানা আক্তার ববি, শরিফুলইসলাম সোহানপ্রমুখ।
উল্লেখ্য সকাল থেকে বিকালপর্যন্ত এ প্রশিক্ষনেবাঁধনেরবিভিন্নইয়ুথ গ্রুপের ৪০ জনযুবপ্রতিনিধিঅংশগ্রহনকরে।প্রশিক্ষনে তথ্য অধিকারবিষয়েসরকারপ্রদত্তআইনএবং গেজেটেরসার্বিকবিষয়েপাওয়ারপয়েন্টেরমাধ্যমে উপস্থাপনকরাহয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *