শুক্র. মে ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট,
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সমাপনি, মুল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশীদ। জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন, সাংবাদিক আলী আকবর টুটুলসহ আরও অনেকে।
মুল্যায়ন সভা শেষে পোনা ব্যবসায়ী, সফল মৎস্য চাষী ও ফিড উৎপাদনকারী ৮ জনকে সম্মাননা সারক তুলে দেয়া হয়। বক্তারা, জেলায় চিংড়ি ও সাদা মাছ চাষের সম্ভাবনা, চ্যালেঞ্জ, সুপারিশ ও মৎস্য অধিদপ্তরের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নের সহযোগিতার আহবান জানান। গত শনিবার (২৩ জুলাই) থেকে ৭দিন ব্যাপী মৎস্য সপ্তাহ শুরু হয়।

ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *