সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে অনুমোদনহীনভাবে গবাদীপশুর খামারে গিয়ে অবৈধ চিকিৎসা করার অপরাধে রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি ও জেলা ব্যবস্থাপককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ মে) বিকালে সদর উপজেলার কাঠিগোমতী গ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট রোহান সরকার সাজা প্রদান করেন। এসময় স্থানীয় খামারী মনোরন্জন বিশ^াস সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনকে অভিযোগ করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এই সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন রেনেটা কোম্পানির জেলা বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ^াসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাগেরহাট-সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ।
ভ্রাম্রমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট রোহান সরকার জানান, বাগেরহাটে গবাদীপশুর ওষুধের বিপনন বাড়াতেরেনেটা কোম্পানি অবৈধ পন্থা অবলম্বন করে আসছিল দীর্ঘদিন ধরে । এসময় জেলার বিভিন্ন গবাদী পশুর খামারে গিয়ে নিজেরা চিৎিকসার নামে অবৈধ ভাবে চিকিৎসাপত্র দিয়ে আসছিল। বাগেরহাট জেলা ও উপজেলায় অসুস্থ গবাদী পশুর চিকিৎসা দেয়ার জন্য প্রানী সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন রয়েছে। এই অবস্থায় জেলা প্রানী সম্পদ বিভাগ রেনেটা কোম্পনী জেলা প্রতিধিনি কামরুল ইসলামকে লিখিত ভাবে সর্তক করে দেওয়া সত্বেও তারা কর্ণপাত করেনি। এই অবস্থায় রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ^াস বাগেরহাট সদর উপজেলার কাঠি-গোমতী গ্রামের খামারী মনোরন্জন বিশ^াসের খামারে গিয়ে তার অসুস্থ গরুকে চিকিৎসাপত্র প্রদান করেন। খামারী বিষয়টি সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনকে অভিযোগ করলে কাঠি-গোমতী গ্রামে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করে রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ^াসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাগেরহাট-সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।##mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *