সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট সদর উপজেলার ১৬০০০ মানুষকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করোনা টিকা প্রদান
বাগেরহাট প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বাগেরহাট সদর উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিকে ৯ নভেম্বর মঙ্গলবার করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতি ক্লিনিক থেকে ৫০০ জন ১ম ডোজ করোনা টিকা গ্রহন করেছেন। মুক্ষাইট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: মিজানুর রহমান জানান, পূর্ব নির্ধারিত আজকের দিনে ২৫১ জন পুরুষ ও ২৪৩ জন মহিলাকে ১ম ডোজ করোনা টিকা প্রদান করেছি। ক্লিনিকের নিয়মিত সেবাকর্মীদের এ টিকা প্রদানে সার্বিক সহযোগীতা করেছে ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ইউপি পরিষদ কর্তৃপক্ষ, এলাকার বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী’র নির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠিত মুক্ষাইট কমিউনিটি ক্লিনিকের এ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:অলিয়ার রহমান। টিকা কার্যক্রমে অংশগ্রহন করেন এসএসিএমও ইসমত আরা আখি, এফপিআই মো: জাহিদুল হক, এফডব্লিউএ রেহানা আকাতার ও নার্গিস আক্তার, ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য মিডিয়াকর্মী সোহেল রানা বাবু,সদস্য তানিয়া সুলতানা, সদস্য দুলারী বেগমসহ এলাকার স্বেচ্ছাসেবীরা। ক্লিনিকের সম্পুর্ন টিকা কার্যক্রমটি পরিচালনা করেন সিএইচসিপি মো: মিজানুর রহমান। সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:প্রদীপ কুমার বকসী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মননসৃষ্ট কমিউনিটি ক্লিনিকে ৬ থেকে ১১ নভেম্বর এর মধ্যে নির্দিষ্ট একদিন ক্লিনিক প্রতি ৫০০ জনকে ১ম একডোজ করোনা টিকা দেওয়ার নির্দেশনা এসেছে। তারই অংশ হিসাবে সদর উপজেলার ৩২ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজ মঙ্গলবার ১৬০০০ মানুষকে করোনা টিকা প্রদান করা হলো।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *