বৃহঃ. মে ২, ২০২৪
জাকির হোসেন বাদশা ,মতলব উত্তর,
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায় ’-এ স্লোগান কে সামনে রেখে  চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও  আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। মতলব উত্তর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজন পালিত হয় দিবসটি।
সোমবার (২ জানুয়ারি) সকালে সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তৃতায় এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান তপু।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সুদীপ্ত সপ্তবর্ণার সভাপতি মোশাররফ হোসেন মাষ্টার
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. ফারুক আহমেদ, আইসিটি অফিসার মো. শাহজাহান ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয় সম্পাদক সুজন ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *