শুক্র. এপ্রি ১৯, ২০২৪
এম, নিয়াজ মোর্শেদ পটুয়াখালী :
পহেলা জানুয়ারি পটুয়াখালী জেলা দিবস উদযাপন উপলক্ষে এক কর্মসূচী পালন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব।
গতকাল সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা, উন্নয়ন ও সমৃদ্ধিতে পটুয়াখালী শীর্ষক আলোচনার সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এবং উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল উপস্থিত ছিলেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাকসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ও জলিলুর রহমান,  দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, দেড় দশক আগেও পটুয়াখালীর নামের সাথে অবহেলিত জেলা হিসেবে উল্লেখ করা হত। এখন পটুয়াখালী একটি অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নত জেলা হিসেবে ধরা হয়। বর্তমান সরকার একটার পর একটা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পটুয়াখালী জেলাকে আধুনিক জেলার পাশাপাশি সমৃদ্ধি জেলা হিসেবে গড়ে তুলেছে। সকল উন্নয়নের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে।,

পটুয়াখালী একটি অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নত জেলা,

পহেলা জানুয়ারি পটুয়াখালী জেলা দিবস উদযাপন উপলক্ষে এক কর্মসূচী পালন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব।
গতকাল সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা, উন্নয়ন ও সমৃদ্ধিতে পটুয়াখালী শীর্ষক আলোচনার সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *