মঙ্গল. মে ১৪, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীণ ও গৃহহীণ পরিবারকে ঘর দেওয়ার দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন এটা পৃথিবীতে বিরল। পৃথিবীর ইতিহাসে কোথাও এত বড় প্রকল্প, এত দ্রুত বাস্তবায়ন হয়নি।আমরা এ কারণে খুবই গর্বিত।বাগেরহাটের ৯টি উপজেলায় আমরা ৪‘শ৩৩জন ভূমিহীনকে ঘর প্রদান করেছি। এই ঘর প্রদান ও নির্মানের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাগেরহাটের ৯ উপজেলার প্রত্যেকটিতে বরাদ্দ দেওয়া ঘরগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খুবই গুরুত্বের সাথে নির্মান করেছেন। ঘর তৈরিতে ব্যবহৃত নির্মান সামগ্রী ও উপকার ভোগী নির্বাচনেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।ইতোমধ্যে নির্বাচিত উপকার ভোগীদের নামে জমির দলিল ও সনদপত্র প্রস্তুত করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি)প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরে আমরা উপকারভোগীদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করব। প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য দেন, বাগেরহাট স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, , আলী আকবর টুটুল, সাংবাদিক আজমল হোসেন,ইয়ামিন আলী প্রমুখ।প্রেসব্রিফিংয়ে বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *