শুক্র. মে ৩, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি,

পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ৫ জেলে আটক, নৌকা, কীটনাশক ও জাল জব্দ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ শিকারকালে ৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জেলেদের নৌকা, জাল ও ৩ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বনের গহীনে সুপতি ফরেষ্ট ষ্টেশন সংলগ্ন আরকোদালিয়া খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীরা হাতে নাতে ৫ জনকে আটক করে। এ সময় তাদের কবল থেকে ৩ বোতল কীটনাশক, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে, ফজলু হাওলাদার (৩০), রনি মৃধা (২৮), মিজান জোমাদ্দার (২৫), হাসান হাওলাদার (২৮) ও ফয়সাল জোমাদ্দার (২৭)। এদের সকলের বাড়ী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে নিয়মিত টহলকালে কীটনাশকসহ ৫ জেলেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *