বৃহঃ. মে ২, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহযোগিতা

বাগেরহাটে করোনায় কর্মহীন কিন্ডারগার্টেনের শিক্ষকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।  সোমবার বিকেলে ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাটের  পক্ষ থেকে বাগেরহাট পৌর শহরের ১১টি কিন্ডারগার্টেনের ৯২ জন শিক্ষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বাগেরহাট শহরের পুরাতন কোর্টস্থ প্রাণের বাগেরহাট কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম। এসময় প্রাণের বাগেরহাটের চীফ এ্যাডমিন শাওন পারভেজসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাগেরহাট শহরের শতাধিক তুলা শ্রমিক ও ডেকোরেটর শ্রমিকদের মাঝে প্রাণের বাগেরহাটের পক্ষ তেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাণের বাগেরহাটের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই আমরা মানুষের পাশে ছিলাম। সব সময় চেষ্টা করেছি অসহায়দের সাধ্যমত সহযোগিতা করার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *