শুক্র. এপ্রি ২৬, ২০২৪

জাকির হোসেন বাদশা মতলব উত্তর,

পুস্টি মেধা,দারিদ্র্য বিমোচন,এই স্লোগান নিয়ে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ  দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় দিনব্যাপি  প্রদর্শনী মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল ৷

২৫ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার প্রাস্তাবিত ) শেখরাসেল মিনি স্টেডিয়াম মাঠে ( অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও মোঃ মাইনুদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস ৷

আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল- এমরান খান,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আলামিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.জাকির হোসেন,খামারীদের পক্ষে বক্তব্য রাখেন ওয়াজ করুনী প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যে  চাঁদপুর ২  আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল বলেন, প্রানী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজনের প্রশংসা করে বলেন, মানুষ এখনো এই ধরনের মেলা দেখতে চায়। এখানে বিভিন্ন ধরনের পশুপাখি নিয়ে আসেন খামারিরা ও শৌখিন পশু প্রেমিরা।

তিনি বলেন,খামারীদের উন্নয়নে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে প্রাণী সম্পদ বিভাগের প্রতি। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন আমরা চেষ্টা করছি ২০৩১সালের মধ্যে তা করে দেখাতে। সরকার নানা ভাবে প্রনোদনা দিচ্ছে খামারীদের উন্নয়নে ৷

প্রদর্শনী মেলায় মোট ৪০ টি স্টলে বিভিন্ন খামারি অংশ গ্রহন করেন ৷
আলোচনা শেষে  প্রদর্শনী মেলায় অংশ নেওয়া ১জন বিশেষ খামারিসহ ৫টি ক্যটাকরিতে মোট ১৬ জন খামারীর মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয় ৷

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *