সোম. এপ্রি ২৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট
গনতন্ত্র পূর্নউদ্ধার ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি দাবী, সার ডিজেলসহ নিত্যপন্যের মুল্য কমানোসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সারাদেশ ব্যাপী বিএনপি পদযাত্রা কর্মসুচী বাগেরহাটে পালিত হয়েছে। পুলিশী বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা শনিবার সকালে বাগেরহাট জেলা শহরে পদযাত্রা কর্মসুচী শেষ করতে না করতেই পুলিশ জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, এখানে কর্মসুচীতে আসা কেন্দ্রীয় বিএনপি সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, হাজরা আসাদুল ইসলাম আউব আলী মোল্লা বাবু, নাসির সুমনসহ প্রায় অর্ধশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে, ১০ দফা দাবীতে কেন্দ্র থেকে পুর্ব ঘোষিত পদযাত্রা বাগেরহাটে শান্তিপূর্নভাবে পালন করাকালে কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন ও কামরুল ইসলাম গোরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ১০ দফা দাবী আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসুচী পালনকালে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট জেলায় বিএনপি নেতৃত্বদানকারী শীর্ষ পর্যায়ের নেতা এমএ সালাম, এটিএম আকরাম হোসেন তালিম এবং বাগেরহাটের কর্মসুচীতে যোগদানকারী কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ প্রায় অর্ধশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের এ ন্যাক্কারজনক গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। শুক্রবার রাতে জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজন মোল্লাসহ অনেক নেতা-কর্মীদের বাসায় পুলিশ উদ্ধেশ্যমুলক হানা দিয়েছে। যাতে শনিবারের পদযাত্রা কর্মসুচী পালন করতে না পারি। সকল বাধা উপেক্ষা করে আমরা কর্মসুচী পালন করেছি। আমাদের যতই গ্রেফতার করা বা হয়রানী করা হোক সরকারের পতন না ঘটিয়ে রাজপথ ছাড়ব না। বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসুচী পালনকালে নেতা-কর্মীদের গ্রেফতার বিষয়ে বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশরাফ আলী বলেন, পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। কতজন গ্রেফতার হয়েছে সে সব বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *