শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

ভারতীয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি  যাওয়া প্রচুর পরিমান বৈদ্যুতিক তারসহ ৪ জন গ্রেফতার
বাগেরহাটের রামপাল ভারতীয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি অব্যাহত রয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর ধরতে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৪০ কেজি বৈদ্যুতিক তারসহ ৪ জন কে হাতে-নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার কালেখার বেড় এলাকার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ ডালিম শেখ(৩৮), একই উপজেলার বড়দুর্গাপুর গ্রামের নবীউল্লাহ শেখের ছেলে রাসেল শেখ(২৩), কাস্টোবাড়ীয়া গ্রামের সালাম শেখের ছেলে ফাহিম শেখ(২২) ও কচুয়া উপজেলার ওদোনখালী গ্রামের ফিরোজ মাঝির ছেলে মনিরল মাঝি(২২)। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে রবিবার সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে শুক্রবার রাতে কোম্পানীর ইলেক্ট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমান কেবল চুরি হয়ে যায়। এ বিষয়ে তাপ-বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাব-৬ এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চোর চক্রকে ধরতে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়া ফেরীঘাট এলাকায় উক্ত চোরাইকৃত তারসহ চোরেরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি শনিবার সকাল থেকে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪ জন কে হাতে-নাতে চোরাই মালামালসহ গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চোরাইকৃত ১৪০ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল, ৪টি ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ-৬০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগিতায় বটিয়াঘাটা থানায় একটি মামলা করেন।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *