সোম. এপ্রি ২৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট ।
বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট এর গেইট থেকে তামার তারসহ চোর চক্রের দুই সদস্য আটক এবং তাদের মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটক কৃতরা হলো বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মিনার মল্লিকের ছেলে প্রিতম মল্লিক (৪০) ও একই এলাকার দ্বিপাল মল্লিকের ছেলে দীপন মল্লিক (১৮)। বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্র এলাকার আনসার ক্যাম্পের সদস্যরা ডিউটি কালিন এ দুজন কে হাতে-নাতে আটক করে। ৩ আনসার ব্যাটালিয়ান অধিনায়ক চন্দন দেবনাথ শুক্রবার সকালে একই মেইল বিজ্ঞপ্তি জানান, বৃহস্পতিবার রাতে তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমান তামার তার পাচার হবে এমন গোঁপন খবরের ভিত্তিতে কোম্পানী কমান্ডার রাজিব হোসেনের নেতৃত্বে রামপাল আনসার ক্যাম্পের চৌকস সদস্যরা রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেট থেকে পাচারকালে একটি মোটরসাইকেলসহ ওই দুজন কে আটক করে। এ সময় মোটরসাইকেলের সিটকভারের নীচ থেকে ৫ কেজিরও বেশী তামার তার উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৫ হাজার টাকা। এ সময় চোরদের ব্যবহ্নত নম্বর বিহীন একটি প্লাটিনা মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। #az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *