সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
অর্থ মন্ত্রনালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক দুলালী রানী, আকমল হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ । মানববন্ধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এর নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক জারী করা হয়েছে তার কোনটাতেই জাতীয়করণের তারিখ থেকে চাকুরীকাল গণনা করার কথা বলা হয় নাই। কিন্তু কিছু বিধির ভুল ব্যাখ্যা দিয়ে হিসাব রক্ষন অফিসগুলো জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরৎ প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় আট বছর পর টাইম স্কেল কর্তনের জন্য একটি পত্র জারি করে অর্থমন্ত্রণালয়। এই অনৈতিক পত্র বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *