শুক্র. মে ১৭, ২০২৪

প্রতিনিধি  বাগেরহাট ।
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ ইউনিয়ন পরিষদের পিছনে গভীর রাতে ককটেল বিস্ফোরনের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘন্টার অভিযানে জামায়ত-শিবিরের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের নিকট থেকে ৪ টি ককটেল ও লাঠি জব্দ করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো, শেখ আরিফুল ইসলাম (৩২), মো. মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মো. তারিকুল ইসলাম (২৭) ও মোঃ জাকারিয়া (৪০)। এরা সকলেই জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ঘটনায় জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক সংগঠনের বর্তমান সময়ে সমন্বয়কারী মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০ জনকে আসামী করে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম মঙ্গলবার সকালে এ প্রতিবেদক কে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ সোমবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও লাঠিসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলায় জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০ জনকে আসামী করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য জামায়াতের মুল সমন্বয়কারী মঞ্জুরুল হক রাহাতের নেতৃত্বে সম্প্রতি সময়ে বাগেরহাট জেলা সদরের খানজান আলী মাজার মোড়, ষাটগম্ভুজ সুন্দরঘোনা এলাকা প্রায় সরকারের বিপক্ষে প্রায়ই বিক্ষোভ মিছিল করে চলেছে। এরই মধ্যে গত রবিবার রাতে ষাটগম্ভুজ এলাকায় পরপর ২ টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়। যাতে করে এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে।# az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *