বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত নদীতে এই নিষেধাজ্ঞা চলবে। এই আট মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কোস্টগার্ড। সোমবার (৬ অক্টোবর) সকালে জাটকা ইলিশ রক্ষায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের বলেশ^র নদের ইলিশ অভয়াশ্রম থেকে পশুর ও মোংলা নদীতে অভিযান শুরু করেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এতথ্য নিশ্চিত করে জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইলিশের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নে কোস্টগার্ড পশ্চিম জোনের সকল স্টেশন, আউটপোস্ট সমূহে জাটকা নিধন প্রতিরোধে টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে। জাটকা ইলিশ রক্ষায় ইতিমধ্যেই কোস্টগার্ড পশিম জোন থেকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং নেসারাবাদে দুটি অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। অবরোধের মধ্যেও কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকার নদী বন্দর সমূহে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে লঞ্চ, খেয়া, ফেরি ঘাট সমূহে নিরাপত্তা টহল প্রদান ও সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযানে তল্লাসী করা হচ্ছে বলেও জানান পদস্থ এই কর্মকর্তা।mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *