সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট অফিসঃ
জনগনের সকল স্তরের প্রতিনিধিদের দলীয় ইশতেহারের দিকে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নে জনকল্যান মুলক কাজ করতে হবে।কারন জনপ্রতিনিধি ও সরকারের জনগনের প্রতি দায়বদ্বতা রয়েছে।সেই জবাব দিহিতার জায়গা থেকে জনকল্যানে কাজ করতে হবে।গতকাল বেলা ১১টায় বাগেরহাট আলিয়া মাদরাসা রোডে সুসাশনের জন্য নাগরিক সুজনের কার্যালয়ে সুজন ও ইয়থ গ্রফ এর যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তিনি একথা বলেন।তিনি আরো বলেন,আমরা শুধু সরকারের সমালোচনা করিনা ,শুধু গঠন মুলক সমালোচনা করি,যাতে সরকার সফল হয় ও আমাদের সবার জন্য সুফল বয়ে আনে।আর রাজনৈতিক দল গুলোর নির্বাচনী ইশতেহার হচ্ছে একটা দলের অঙ্গিকার একটা চুক্তি।তাই অঙ্গিকার পুরনে আমাদের আরো সচেতন হতে হবে।বাগেরহাট জেলা সুজনের সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ হাছিব এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা বরেন,অধ্যক্ষ শেখ আকরাম হোসেন,গাজী মতিয়ার রহমান,মো: ভুট্রো,মল্লিক আসাদুজ্জামান টুকু,মো: মশিউর রহমান,মো: শওকাত হোসেন,মো: কামরুজ্জামান,মো: ইয়ামিন আলী,অঞ্জলী রায়,ইনজাজামুল হক,মো: মিজান হোসেন,খুলনা অঞ্চলের প্রতিনিধি মো: মো: রঞ্জু, প্রমুখ।সভাশেষে বাগেরহাটের সুধিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।rb

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *