রবি. এপ্রি ২৮, ২০২৪

খুলনা প্রতিনিধিঃ
মাস্ক না পরায় শতাধিক ব্যক্তি আটক
করোনা সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে খুলনায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৮ নভেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে লক্ষ্যে সোমবার সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর চারটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে.
খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে অভিযান চলে কোর্ট রোড এলাকার শিববাড়ি মোড় ডাকবাংলা মোড়সহ জনবহুল এলাকাগুলোতে।
এ ছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী বলেন এ অভিযান অব্যাহত থাকবে। সারাবিশ্বের করোনার দ্বিতীয় ধাক্কা লেগেছে। এ ধাক্কা মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন মাস্ক ব্যবহারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এতে খুলনায় করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *