বৃহঃ. মে ৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সক্রিয় ভুমিকা রাখতে। বাল্য বিবাহ, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সাধারন মানুষকে সচেতন করে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ সব থেকে বেশী ভুমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে গ্রাম পর্যায়ে গড়ে তোলা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ইউনিয়ন পরিষদ সাধারন মানুষ কে সচতেন করাসহ সেবার মান নিশ্চিত করতে পারে। কৃষক দিনমজুররা সঠিক সেবা পেলে পরিষদের সক্ষমতা বাড়ে। ইউনিয়ন পরিষদ তাদের নিজস্ব আয়ে চলার কথা। আয়ের একটি অংশ কেন্দ্রীয় সরকার কে দেয়ার বিধান রয়েছে। সেটি তো হচ্ছেনা বরং ইউপি তাকিয়ে থাকে সরকারী বরাদ্দের দিকে। আজ এলজিএসপি’র মাধ্যমে ইউনিয়ন পরিষদের দক্ষতা ও সক্ষমতার জন্য কাজ করতে হচ্ছে। এরপরও যদি জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে একদিন ইউপি বাতিল হয়ে যেতে পারে। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার ও বিশ^ ব্যাংকের যৌথ অর্থায়নে লোকাল গভন্যার্ন্স সাপোর্ট প্রজেক্ট-৩ বাস্তবায়নে সরকার ও নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে এবং বেসরকারী সংস্থা পায়াকট এর ব্যবস্থাপনায় বুধবার সকালে জেলা পর্যায়ের এ কর্মশালাটি গনমাধ্যম কর্মী, সুশিল সমাজের প্রতিনিধি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *