শনি. মে ৪, ২০২৪
কচুয়ায় স্বতন্ত্র দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারে, শিকদার হাদিজ বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত
 কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ ও সেখ আবু সাঈদ সম্প্রতি প্রার্থীতা প্রত্যাহর করেন। এর ফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ একক প্রার্থী হওয়ার কারনে বিনা প্রতিদ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারন রয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩জন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ, স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ, স্বতন্ত্র প্রার্থী সেখ আবু সাঈদ।
কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানীং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ ও স্বতন্ত্র প্রার্থী সেখ আবু সাইদ শুনু ২জনই প্রার্থীতা প্রত্যাহার করার কারনে নৌকা মার্কার প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ একক প্রার্থী হন এবং বিনা প্রতিদ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ২০ নভেম্বর আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু মাত্র সংরক্ষিত মহিলা সদস্য পদে ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *