সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বাগেরহাট সদর উপজেলার ৩২ টি কমিউনিটি ক্লিনিকে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকল কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা ও রালী অনুষ্ঠিত হয়। কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসাবে আলোচনা ও র্যালীতে অংশগ্রহন করেন।
বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজানুর রহমান জানান, সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী’র দিক নির্দেশনা ও পরিচালনায় দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। ২৬ এপ্রিল ১১ টায় মুক্ষাইট কমিউনিটি ক্লিনিক ভবনে ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি আসলাম কাজী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোটাপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমশের আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা আক্তার। আলোচনা সভায় অংশগ্রহন করেন সিজি ও সিএসজি কমিটির সদস্যবৃন্দরাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী বলেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট কমিউনিটি ক্লিনিক গঠনের প্রতিপাদ্যকে সামনে রেখে সদরের ৩২ টি কমিউনিটি ক্লিনিকে দিবসটি পালিত হয়েছে। ২০০০ সালের ২৬ এপ্রিল এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধন করেছিলেন।mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *