শিরোনামঃ

কাস্টমস গোয়েন্দা শাখার অভিযানে ট্রেন থেকে ওষুধ-কসমেটিক্স জব্দ

USB ডেস্কঃ
  • প্রকাশিত বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার,

কাস্টমস গোয়েন্দা শাখার অভিযানে বন্ধন ট্রেন থেকে ওষুধ-শাড়ি-কসমেটিক্স জব্দ,
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এঘটনার সঙ্গে জড়িত কোন পাচারকারীকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু বলেন , কলকাতা হতে আগত ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় ট্রেনে অভিযান চালায়। এ সময় ভারতীয় জর্দা, ফেস ক্রিম, ফেসওয়াশ, সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতা জব্দ করা হয়। তিনি বলেন, এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।

jl

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সকল নিউজ সবার আগে পেতে লাইক দিন-

জনপ্রিয় পত্রিকাসমূহ