সোম. এপ্রি ২৯, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায়  মঙ্গলবার (৩০ নভেম্বর) সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ ( ওয়াডি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে ভয়েস অফ সাউথ বাংলাদেশ ( ভিওএসবি) এবং সিডিডি উন্নয়নসংস্থা আয়োজিত দিনব্যপী কর্মশালায় সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী। অতিথি হিসেবে ছিলেন শরণখোলা উপজেলা সমাজ সেবা অফিসার অতীশ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই ও ভিওএসবি’র মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। কর্মশালা পরিচালনা করেন ভিওএসবি’র নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম এবং সিডিডি সাভারের কো-অর্ডিনেটর মো. ময়নুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, ইউপি সদস্যা আকলিমা বেগম, উন্নয়ন কর্মী জাকারিয়া হোসেন প্রমূখ। দাতা সংস্থা হিলোজ অষ্ট্রিয়ার সহযোগিতায় ভয়েস অফ সাউথ বাংলাদেশ ( ভিওএসবি) এবং সিডিডি উন্নয়নসংস্থা সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ-ওয়াডি দিনব্যপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় জানানো হয় শরণখোলার চারটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সাত সহস্রাধিক পরিবার বিনামূল্যে সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ( ওয়াডি) ব্যবহার করে সুপেয় পানি পান করছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *