সোম. এপ্রি ২৯, ২০২৪

শনিবার (১৪ অক্টোবর) সকালে ব্র্যাকের উদ্দ্যোগে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রতিনিধি:

বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) সকালে ব্র্যাকের উদ্দ্যোগে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগেরহাট কলেজিয়েট স্কুল থেকে  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি  র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বাগেরহাট কলেজিয়েট স্কুল এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব সমন্নয়কারী ব্র্যাকের ফারজানা পায়েল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,  ব্র্যাক এর আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান, বাগেরহাট কলেজিয়েট স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল আদনান রুমেল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মুজাহিদুল ইসলাম,  । এসময় বক্তারা কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকা, কন্যা শিশুর শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা, চিকিৎসা, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষন ও আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্থাপক  ব্র্যাক সেলপ পলাশ হালদার, জেলা যুব মহিলা সংগঠক (ব্র্যাক) রহিমা খাতুন, গনমাধ্যম কর্মী ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *