সোম. মে ৬, ২০২৪

 মাসুম হাওলাদারঃ

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষনে দেশবাসী অনুপ্রেরনা পেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাগেরহাটে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এমপি ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট জেলা সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনে দেশ রক্ষায় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙ্গালিরা। ৯ মাসের যুদ্ধের পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়ে ছিলাম। কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরনে দেশীয় স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রাখে। আর এ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১৯৭৫ সালে ১৫ আগষ্ট শত্রুরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। ভাগ্যক্রমে বেঁচে থাকেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। আলাøহর রহমতে এবং দেশবাসীর সহযোগিতায় আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবার্ত্তক চেষ্টা করে চলেছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেনবাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন প্রমুখ। এর আগে বাগেরহাট শহরের পুরাতন রেল ষ্টেশনে জেলা আওয়ামী লীগ কার্য্যলয় সম্মুুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান শেখ তন্ময় এমপি।

৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনে দেশ রক্ষায় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল শেখ তন্ময় এমপি

এর আগে বাগেরহাট শহরের পুরাতন রেল ষ্টেশনে জেলা আওয়ামী লীগ কার্য্যলয় সম্মুুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান শেখ তন্ময় এমপি।

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *