বুধ. মে ১৫, ২০২৪

মাসুম হাওলাদার ঃ
মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষনা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর সহ সারা দেশের বিভিন্ন নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
বন্ধ থাকা সময়ে বাগেরহাটের ১২ হাজার জেলে সরকারি সহায়তা পাবেন। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে ২০ কেজি করে চাল প্রদান করা হবে।বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক দৈনিক উত্তাল সংবাদ কে বলেন, বাগেরহাট জেলায় ১৫ হাজার ৬‘শ ৮ জন ইলিশ জেলে আছে। এর মধ্যে বন্ধ থাকা সময়ে ১২ হাজার জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এর আগে ৬৫ দিন বন্ধের সময় আমরা ২৩ হাজার ৪২ জন জেলেকে সরকারি সহায়তা প্রদান করেছি।
তবে জেলে ও মৎস্যজীবীদের দাবি, সরকার ইলিশ আহরণ বন্ধের ঘোষনা দিলেও অন্য মাছ ধরার জন্য আমরা নদী ও সাগরে যেতে পারি না। যার ফলে আমরা সকল জেলে এক ধরণের বেকার জীবন পার করি। এই সময়ে আমাদের সবাইকে সরকারি সহযোগিতা প্রদান করা হলে আমরা উপকৃত হতাম।
বাগেরহাট জেলায় ৩৯ হাজার ৭‘শ ৩০ জন নিবন্ধিত এবং ১৩ হাজার ৫‘শ ৪২ জন অনিবন্ধিত জেলে রয়েছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *