বুধ. মে ১, ২০২৪

 

বাগেরহাট সংবাদদাতাঃ

বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে এই মুঠোফোন হস্তান্তর করেন  পুলিশ সুপার কে এম আরিফুল হক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব, মোঃ মাহমুদ হাসান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরামুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে জেলা সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল দেশের বিভিন্ন স্থান থেকে এসব মুঠোফোন উদ্ধার করে। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে আমরা ২৫টি মোবাইল উদ্ধার করেছি। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যেগ অব্যহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।#

হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার

 

 

 

tn.zm

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *