শুক্র. মে ১৭, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাট পৌর শহরের বাসাবাটি পদ্মপুকুর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া ওরফে তানু ভুইয়া (৩৬) কে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তাকে গুলি করা হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রব ভূঁইয়ার ছেলে। নিহত তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ভাইকে কৌশলে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলেছে। নিহতের বোন রুপা বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে শহরের বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষনা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, তানু ভূঁইয়া আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাই। এদিকে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে এখানের পুলিশ। বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বন্ধুকধারী কে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করতে পেরেছে বলে পুলিশ দাবি করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তানু ভূইয়ার মৃতদেহের ময়নাতদন্ত শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নিহত এই নেতার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় হত্যা, মাদক, বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে কমপক্ষে ৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *