শুক্র. এপ্রি ২৬, ২০২৪

প্রতিনিধি  বাগেরহাট।
পুর্ব-সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে গুরুতর আহত হয়েছেন অনুকুল গাইন (৪২) নামের একজন জেলে। শুক্রবার পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের পশ্চিম আমুরবুনিয়া খালে এ ঘটনা ঘটে। আহত জেলের সাথে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমুর বুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন ও প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) শুক্রবার সকালে আমুরবুনিয়া সুধীরের সিলা এলাকায় খালে চরগড়া জাল দিয়ে মাছ ধরছিলো। এ সময় বনের মধ্যে থেকে একটি বাঘ এসে হঠাৎ আক্রমন করে অনুকুলকে বনের দিকে টেনে নিতে চেষ্টা করে। এ সময় সঙ্গী মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫/২০ জন লোক সুন্দরবনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বাঘের কামড়ে গুরুতর আহত অনুকুলকে বিকেল বেলা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোরেলগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি শনিবার সকালে জানান, জেলে অনুকুল গাইনের কোমরের ডান পাশে বাঘের আক্রমনে দুটি গভীর ক্ষত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বাঘের আক্রমণে জেলে আহত হওয়ার কথা ¯^ীকার করে বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে উদ্ধার কারীরা মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে গেছে। #az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *