রবি. এপ্রি ২৮, ২০২৪

প্রতিনিধি বাগেরহাটঃ
সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণের সময় নৌকা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (০২মে) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলারচরের ভাঙ্গার খাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৬টি ইঞ্জিন চালিত ও ৪টি ডিঙ্গি নৌকাসহ বেশকিছু নিষিদ্ধ জাল ও কাকড়া ধরার বাশের তৈরি চাই জব্দ করে বনরক্ষিরা। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক জেলেদের মধ্যে ওমর ফারুক গাজী, আসাদুল, মন্টু, জাফর পেয়াদা, কামাল কাজীর নাম পাওয়া গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, আটক জেলেরা পাশ-পারমিট ছাড়াই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। কয়েকজন নিষিদ্ধ বেহেন্দি জাল দিয়ে মাছ ধরছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।sn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *