রবি. এপ্রি ২৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানী মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্ট্যাা ব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এ বি এম মোশারেফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ সভাপতি ইসরাত জাহান, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামসুর রহমান, সাবেক সভাপতি আহসানুল করিম, দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান,নির্বাহী সদস্য ইয়ামীন আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হুসাইন লিটন, সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, শেখ আসাদুজ্জামান, সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে বক্তারা বলেন অবিলম্বে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানী মামলা প্রত্যাহারের দাবি জানান।rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *