বৃহঃ. মে ২, ২০২৪

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি জামায়াতের মহাসমাবেশে বিভিন্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকারী ২৭ জন গণমাধ্যম কর্মীর উপর হামলা,

বাগেরহাট প্রতিনিধি: 
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি জামায়াতের মহাসমাবেশে বিভিন্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকারী ২৭ জন গণমাধ্যম কর্মীর উপর হামলা, ক্যামেরা ভাংচুর ও কয়েকটি টিভি চ্যানেলের গাড়ি ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে  বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় মঙ্গলবার,( ০৭ নভেম্বর) বেলা ১১টায় সময় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজাদ রশীদি। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় রেজাউল কবির , তানভীর আহম্মেদ সোহেল , খান মাহবুবুর রহমান বাদল, মোঃ সাজ্জাদ হোসেন লেমন, এম.এ ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, মেহেদী হোসেন রনি, ইকবাল হোসেন সহ সাংবাদিক জামাল হোসেন বাপ্পা উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা বলেন হরতাল নামে ভাংচুর, জ্বালাও পোড়াও, রক্তের রাজনীতি আজকের বাংলাদেশ আর দেখতে চায় না

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভা,

সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *