শনি. মে ৪, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

আমন মৌসুমে সরকারে প্রনোদনা হিসাবে, বাগেরহাটে কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতারন.
আমন মৌসুম কে সামনে রেখে ফসলী জমি কানায় কানায় আবাদী করতে বাগেরহাটের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও সার বিতারন করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসাবে সার বীজ বিতারন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাদিয়া সুলতানা। এ ছাড়া ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুরে -জান্নাত, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইয়ার আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কমীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সাদিয়া সুলতানা বলেন, ২০২১-২২ অর্থ বছরের আমন মৌসুমে সরকারে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ১০ ইউনিয়নের ১ হাজার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ৫ হাজার ২৫ কেজি বীজ ধান ও ২১ মেঃ টন ডিএপি ও এমওপি সার বিতারন করা হয়। বীজ ধান ও সার বিতারনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন, জমি অনাবাদি রাখা যাবে না । নিজের স্বার্থে দেশের স্বার্থে জমিতে ফসল ফলাতে হবে। আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফসল উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে। যা বাস্তবায়ন হচ্ছে। ফসল ফলাতে পানি সরবারহ বা নিষ্কাষনে কেহ প্রতিবন্ধকতা করলে অভিযোগ পেলে উপজেলা প্রশাসন তা নিরসন করবে।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *