শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট অফিস ,
ভগবান শ্রীকৃষ্ণের জম্মষ্টমী মহাৎসব উপলক্ষে হিন্দু কল্যান ট্রাস্টের উদ্যেগে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার(২২শে আগষ্ট) সকাল ১১টায় বাগেরহাট এসিলাহা হল মিলনায়তনে হিন্দু কল্যান ট্রাস্টেও প্রকল্প পরিচালক বাবু নকুল বর্মন এর সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত ধমীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিম।প্রধান আলোচক ছিলেন,বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ শ্রীমত স্বামী গুরুসেবানন্দী মহারাজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ক্যাবের সভাপতি বাবুল সরদার,হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক এ্যাড: মিলন কুমার ব্যানার্জী,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অমিত রায়,অন্যতম উপদেষ্টা বিশ্ব গৌতম বাবু,সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা প্রমুখ।সভায় বক্তারা বলেন,একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে।ভক্তের জাতি নাই,ভক্তি হলেই দেহ,মন,আত্বা সব শুদ্ব হয়।গ্রামের সকল নরনারীদের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের গুনকীর্তন পৌছে দিতে হবে।সভায় জেলার প্রত্যক উপজেলার হিন্দু কল্যান ট্রাস্টের শিক্ষক,শিক্ষিকা ও পুরহিতগন উপস্থিত ছিলেন।

rb

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *