বুধ. মে ৮, ২০২৪

 

জেলা প্রতিনিধি : চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরানবাজার হরিসভার ২৫ মিটার এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে মেঘনা ভাঙনের মুখে রয়েছে পুরো এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় বাসিন্দারা অন্যত্র মালামাল সরিয়ে নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ করে পুরানবাজারের হরিসভা এলাকায় ভয়াবহ ফাটল দেখা দেয়। এ সময় শহররক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়।
২৫ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়ায় তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার বলেন মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহ হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভা এলাকায় ভাঙন দেখা দেয়। শহররক্ষা বাঁধের ২৫ মিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। আমরা ভাঙনরোধে কাজ শুরু করে দিয়েছি।শহররক্ষা বাঁধের হরিসভা এলাকায় ইতিপূর্বেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পাউবো বালুভর্তি বস্তা ফেলে।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *